দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

দক্ষিণ আফ্রিকায় খোরশেদ আলম দিদার নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ডাকাতদল।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে আফ্রিকার জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিপুর গ্রামের লাতু হাজীর ছোট ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, দিদার জোহানেসবার্গের রজেটিনভিলে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। কয়েকদিন আগে সেখানে ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরআগে তার বড় ভাই নজরুল ইসলামও অসুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকায় মারা যান।

স্থানীয় ইউপি মেম্বার জয়নাল আবেদীন বলেন, দিদার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্বজনদের সঙ্গে কথা হয়েছে। মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।