চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ডব্লিউএইচও‘র প্রতিনিধি দল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বুধবার (১৮অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালুকরা মনের বাড়িসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা পরিদর্শন করেন তারা।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বাস্থ্য সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ (স্পেশালিস্ট) ডাক্তার দানিয়েল হুগ খিসহোল্ম, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক সুদীপ্ত চ্যাটার্জি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয় আঞ্চলিক কার্যালয়ের মানসিক স্বাস্থ্য বিভাগের রিজিওনাল অ্যাডভাইজার ডা. আন্দ্রেয়া বরুনি, দক্ষিণ এশিয় আঞ্চলিক কার্যালয়ের মানসিক স্বাস্থ্য বিষয়ক কনসালটেন্ট ডা. সাজিভা রানাওয়েরা প্রমুখ।

আরও পড়ুন: ডব্লিউএইচও’র নির্বাচনে বাংলাদেশের সমর্থন চায় যুক্তরাজ্য

প্রতিনিধি দলে আরও ছিলেন যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ন্যাশনাল কনসালটেন্ট ডা. দীপংকর, যশোর সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, স্বাস্থ্য কর্মকর্তা (আইসিটি) ডা. অনুপম দাশ প্রমুখ।

প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরিয়ে দেখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল ইমরান।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।