রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

রাজবাড়ী গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নুরু মণ্ডলের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার মাছেম মোল্লার ছেলে নুরু মোল্লা (৭০) ও তার ভাতিজা শামীম মোল্লা (২৮)।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

স্থানীয়রা জানান, নুরু মণ্ডলের পাড়া এলাকায় মাটি খনন কাজে ব্যবহৃত ভেকু (এক্সভেটর) দিয়ে কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়েছিল। এতে ওই খালের পুরো পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বুধবার দুপুরে বাড়ির পাশের ওই খালে গোসল করতে যান নুরু মোল্লা। সেখানে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাতিজা শামীম মোল্লা। এসময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শরীফুর ইসলাম জানান, বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পথে আরেকজনের মৃত্যু হয়।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।