বান্দরবানে খালে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৩

বান্দরবানের লামায় খালে গোসলে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শিশু নিখোঁজ আছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বৈক্ষমপাড়াস্থ লামা খালে ঘটনাটি ঘটে। সন্ধ্যায় স্থানীয়রা একজনের মরদেহ উদ্ধার করলেও অন্যজন নিখোঁজ আছে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু এক্যানু মার্মা (৬) রূপসীপাড়া ইউনিয়নের বৈক্ষমপাড়ার মংক্যহ্লা মার্মার মেয়ে এবং নিখোঁজ শিশু ক্য ক্য নু মার্মা (৪) একই ওয়ার্ডের দরদরী নয়া মার্মা পাড়ার থুই চাহ্লা মার্মার মেয়ে। এক্যানু মার্মার মরদেহ উদ্ধার হলেও এখনো ক্য ক্য নু মার্মাকে পাওয়া যায়নি।

jagonews24

ওই ওয়ার্ডের মেম্বার উহ্লামং মার্মা জানান, সম্পর্কে শিশু দুজন মামাতো ফুফাতো বোন। দরদরী নয়া পাড়া ও বৈক্ষমপাড়া দুটি পাশাপাশি। নদীর এপার আর ওপারে বসবাস তাদের । বিকেলে দুজন বাড়ির পাশের লামা খালে গোসলে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে বাড়িতে ফিরে না এলে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় খালপাড়ে তাদের কাপড় পড়ে থাকতে দেখেন স্বজনরা। সন্ধ্যায় খাল থেকে এক্যানু মার্মার মরদেহ উদ্ধার করা হয়। অপরজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে। স্থানীয়দের সঙ্গে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ যুক্ত হয়েছে। দুই শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জাগো নিউজকে বলেন, শুনে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস কাজ করছে। আমরা সহযোগিতা করছি।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, আমাদের ডুবুরি টিম নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

নয়ন চক্রবর্তী/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।