নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার, পাঁচ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৭ অক্টোবর ২০২৩

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরার অপরাধে ফরিদপুরের চরভদ্রাসনে পাঁচ জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৬০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দের পর পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে কোনো ইলিশ মাছ উদ্ধার করা যায়নি।

সোমবার (১৬ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী মোর্শেদ।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজননের মৌসুম। এসময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার পাঁচ জেলেকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী মোর্শেদ জানান, জব্দের পর অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তবে কোনো ইলিশ মাছ উদ্ধার করা যায়নি। এ ধরনের অভিযান চলবে।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।