নাটোরে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:০৩ এএম, ১৬ অক্টোবর ২০২৩

নাটোরের বাগাতিপাড়া থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। রোববার (১৫ অক্টোবর) রাতে উপজেলার জামনগর, শালাইনগর, কালিকাপুর এবং পেড়াবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামনগর শাহাপাড়া গ্রামের তুজাম্মেল হকের ছেলে সম্রাট ইসলাম (২২), বাঁশবাড়িয়া শালাইনগর গ্রামের সুমন আলী (৩০), কালিকাপুর দিয়ারপাড়া গ্রামের নয়ন আলী (৩০), শালাইনগর পূর্বপাড়া গ্রামের রিপন আলী (৪০)।

র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সঞ্জয় কুমার সরকার চারজনকে আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যে সাগরে মাছ ধরায় ৫ জেলেকে জরিমানা

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার জামনগর, শালাইনগর, কালিকাপুর এবং পেড়াবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় চারটি সিপিইউ, পাঁচটি হার্ডডিক্স, দুটি এসএসডি কার্ডসহ সম্রাট ইসলাম, সুমন আলী, নয়ন আলী, রিপন আলী নামে চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দ আলামতে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল।

রেজাউল করিম রেজা/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।