সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির একদফা আন্দোলন চলবে: দুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৫ বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আওয়ামী লীগ জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির এক দফা আন্দোলন চলবে।

রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ জানে গত ২০১৪ ও ২০১৮ সালে দেশে কোনো ভোট হয়নি। কোনো ভোটার ভোট কেন্দ্রে যাননি। তারা জোর করে দীর্ঘ ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। এখন আমেরিকা, ইউরোপসহ সারা পৃথিবী মানুষ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।

jagonews24

আরও পড়ুন: শেখ হাসিনা সরকারের সময় আর একমাসও নেই: দুলু 

তিনি বলেন, আমরা আশা করছি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আওয়ামী লীগকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করব। চাপ সৃষ্টি করে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক বেলাল, শেখ রেজাউল ইসলাম রেজু ও শফিউল আজম রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।