চেয়ারম্যান-মেম্বারের সংঘর্ষে পুলিশসহ আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমি নিয়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের শঙ্খমহল গ্রামে জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও ইউপি সদস্য আলাউদ্দিন মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক তারিকুল হাসান হিমনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের মধ্যে মারুফ মিয়া, দুলু, সজিব, ফজল, করুনা বিবি, মুহিত, ফয়সল, রাসেল ও ময়না মিয়াকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও ইউপি সদস্য আলাউদ্দিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। শনিবার সকালে জলসুখা বাজারে বিষয়টি নিয়ে ফয়েজ আহমেদ খেলু ও আলাউদ্দিন মিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।