মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার ক্ষণ গণনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১১:২১ এএম, ১৪ অক্টোবর ২০২৩

বরিশালে চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহালয়া পর্ব। এর মাধ্যমেই শুরু হচ্ছে দুর্গাপূজার ক্ষণ গণনা।

শনিবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে বরিশাল নগরীর স্ব-রোডের রাধা গোবিন্দ নিবাস মন্দিরে আগমনী সংঘের আয়োজনে মহালয়া উদযাপন করা হয়।

আরও পড়ুন: উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে ডিএমপির ২২ নির্দেশনা

ভোর ৬টায় প্রদীপ প্রজ্বলন ও উলুধ্বনির সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিশ্বনাথ রায়ের চণ্ডীপাঠের সঙ্গে আগমনী সংগীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর নৃত্য শিল্পীদের পরিবেশনায় দলীয় ও একক নৃত্য পরিবেশন করে শিল্পীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর বরিশাল জেলায় ৫৯৯টি, বরিশাল মেট্রোপলিটন এলাকায় এবার ৮৭টি পূজা মণ্ডপ পূজা অনুষ্ঠিত হবে।

শাওন খান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।