শিল্পমন্ত্রী

কৃষককে আর সারের পেছনে দৌড়াতে হবে না, সার কৃষকের পেছনে দৌড়াবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৩

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এখন থেকে কৃষককে আর সারের পেছনে দৌঁড়াতে হবে না, সার কৃষকের পেছনে দৌঁড়াবে। কারখানা চালু করা হলে বিদেশ থেকে আর সার আমদানি করতে হবে না।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া কারখানা ঘোড়াশালের নতুন কারখানার উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

শিল্পমন্ত্রী বলেন, সারা বিশ্বে যখন টালমাটাল অবস্থা তখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং কৃষকদের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব এ কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী কারখানাটি উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের দুই মাস আগেই কাজ সম্পন্ন করে আজ থেকে পরীক্ষামূলক সার উৎপাদন শুরু করেছে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এসময় শিল্পসচিব জাকিয়া সুলতানা, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান, প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিকসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।