রাজশাহীতে আদিবাসী পরিষদের ৯ দফা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৩ অক্টোবর ২০২৩

নয় দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে শহরের সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন: আদিবাসী পরিষদের গণ মানববন্ধন অনুষ্ঠিত 

বক্তরা বলেন, আদিবাসীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা ও সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে। সরকারি চাকরিতে কোটা নিশ্চিত এবং উচ্চশিক্ষায় কোটা বাস্তবায়নসহ আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধ করা, ছিন্নমূল আদিবাসীদের পুনর্বাসন ব্যবস্থাসহ সরকারের কাছে বিভিন্ন দাবি জানানো হয়।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাসের সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক গণেশ মার্ডি ও সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াসহ আদিবাসী পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।