গোখরা নিয়ে হাসপাতালে সাপে কাটা রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১১ অক্টোবর ২০২৩

নোয়াখালীর চাটখিলে বিষাক্ত গোখরার কামড়ে আহত হয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন মো. কামাল (৪৫) নামে এক ব্যক্তি।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে চাটখিলের হালিমা দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মো. কামাল উপজেলার পরকোট গ্রামের কবির বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।

দুপুর দেড়টার দিকে তিনি বস্তায় ভরে গোখরা সাপ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে হাসপাতালে কর্তৃপক্ষের অনুরোধে উপজেলা গেটের ব্রিজের কাছে সাপটি ছেড়ে দেওয়া হয়। ওই হাসপাতালে কামালের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: সাপ নিয়ে হাসপাতালে হাজির দংশিত যুবক

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন বলেন, বস্তায় ভরে একটি গোখরা নিয়ে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে সাপটি সঙ্গে রাখা অনিরাপদ বলায় তিনি সাপটি ছেড়ে দিয়ে হাসপাতালে ভর্তি হন। আমরা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি।

jagonews24

এ বিষয়ে মো. কামাল জাগো নিউজকে বলেন, দুপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘরে সাপ থাকার বিষয়টি শুনি। পরে কয়েকটি ডিমসহ সাপটি ধরে দাঁত ভাঙার সময় কামড় দেয়। পরে চিকিৎসা নিতে সাপসহ হাসপাতালে চলে আসি।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকার শত শত উৎসুক মানুষ ওই বাড়িতে জড়ো হন। হাসপাতালেও রোগীকে দেখতে অনেকে ভিড় করেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।