যৌতুক না দেয়ায় স্ত্রীর হাত ভেঙে দিল স্বামী


প্রকাশিত: ১১:২৫ এএম, ২৬ মার্চ ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধায় যৌতুক না দেয়ায় এক গৃহবধূর বাম হাত ভেঙে দিয়েছে পাষণ্ড স্বামী। ওই গৃহবধূ ২৮ দিনের ফুটফুটে শিশুকে নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আঞ্জুয়ারা খাতুন (২৪)। শনিবার সকালে তাকে  হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

এলাকাবাসী জানান, উপজেলার গড্ডিমারী এলাকার আব্দুল আজিজের মেয়ে আঞ্জুয়ারা খাতুনের সঙ্গে সাত বছর আগে পার্শ্ববর্তী নিজ শেখ সুন্দর গ্রামের আব্দুর রশিদের ছেলে আসাদুলের সঙ্গে বিয়ে হয়। সে সময় তাকে এক লাখ ২০ হাজার টাকা যৌতুক দেয়া হয়।

বিয়ের পর থেকে আঞ্জুয়ারা খাতুনকে আবারো যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকেন স্বামী আসাদুল ইসলাম। শুক্রবার রাতে যৌতুক নিয়ে আঞ্জুয়ারা খাতুন ও তার স্বামী আসাদুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আঞ্জুয়ারা খাতুনের বাম হাতে রড দিয়ে আঘাত করলে হাত ভেঙে যায়। পরে তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আঞ্জুয়ারা খাতুনের মা কহিনুর বেগম জানান, মেয়েকে রড দিয়ে মাথা ফেটে এবং বাম হাত ভেঙে দেয়া হয়েছে। এ নির্যাতনের বিচার চাই।

আহত আঞ্জুয়ারা খাতুন জানান, দ্বিতীয় সন্তানটি গর্ভে আসার পর থেকেই তার স্বামী যৌতুক না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। গরিব পিতার পক্ষে যৌতুক দিতে না পারায় দিনের পর দিন তাকে নির্যাতন করা হয়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রমজান আলী জানান, আঞ্জুয়ারার মাথায় পাঁচটি সেলাই করা হয়েছে। তার বাম হাত ভেঙে গেছে। তাকে সুস্থ্য করে তুলতে অনেক সময় লাগবে।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রবিউল হাসান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।