একদিনের পুলিশ সুপার সরশী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১০ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে কুড়িগ্রামে প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করলেন সরশী। প্লান ইন্টারন্যাশনালের আয়োজনে কিশোরী ও যুব নারীদের মধ্যে স্বাবলম্বী করে তুলতে গার্লস টেকওভারের অংশ হিসেবে সরশীকে একদিনের জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করার ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম প্রতীকী পুলিশ সুপারের নিকট দায়িত্ব অর্পণ করেন।

এ সময় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ফুল দিয়ে সরশীকে স্বাগত জানান এবং প্রতীকী পরিচালক হিসেবে সরশীকে তার অফিসের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্ব শেষে পুলিশ সুপার কুড়িগ্রাম জেলায় তার কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে সরশীকে অবহিত করেন।

দাপ্তরিক কাজ শেষে সরশী এবং পুলিশ সুপার তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। কন্যা শিশুদের ক্ষমতায়নের জন্য এই ধরনের একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

এক দিনের দায়িত্ব পেয়ে সরশী বলেন, প্রতীকীভাবে পুলিশ সুপারের দায়িত্ব পালন করায় আমার জীবনে একটি নতুন স্বপ্ন তৈরি হয়েছে। আমি কুড়িগ্রাম জেলার পুলিশ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে জানতে পেরেছি। আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, বাল্যবিয়ে বন্ধে, নারী ও শিশু নির্যাতন বন্ধে এবং নারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে পুলিশ কীভাবে কাজ করছে তা জানতে পেরেছি। আজ আমি প্রতীকী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি চাই প্রতীকী শব্দ বাদ দিয়ে প্রকৃত পুলিশ সুপার হতে। কুড়িগ্রামের কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করবো এবং কুড়িগ্রাম থেকে বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনবো।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রুহুল আমীন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।

ফজলুল করিম ফারাজী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।