বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় স্কুল

এম এ মালেক
এম এ মালেক এম এ মালেক , জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১০ অক্টোবর ২০২৩

রোদ উঠলে গরমে থাকা কষ্টকর। আর বৃষ্টি হলেই ভিজে যায় বই-খাতা। এর মধ্যেই চলছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেহেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান। এতে ব্যাহত হচ্ছে এসব শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। তারপরও শিক্ষার্থীদের ঝড়ে পড়া থেকে রক্ষা করতে খোলা মাঠে টিনের ছাপড়া তুলে পাঠদান চালু রেখেছেন শিক্ষকরা। কিন্তু হালকা বৃষ্টি হলেই তা বন্ধ হয়ে যায়।

সরেজমিন গিয়ে দেখা যায়, বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের মেহেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী থেকে প্রায় ২০০ মিটার দূরে খোলা মাঠে টিনের একটি ছাপড়া তুলে শিক্ষা কার্যক্রম চালু রেখেছেন শিক্ষকরা। তবে সেখানে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার মতো নেই কোনো ব্যবস্থা। নামেমাত্র চলছে শিক্ষা কার্যক্রম।

শিক্ষার্থীরা জানায়, যমুনা নদীতে স্কুলভবন ভেঙে যাওয়ার পর তাদের পড়াশোনার পরিবেশ আর নেই। খোলা মাঠে একটি টিনের ছাপড়ায় তাদের ক্লাস নেওয়া হয়। একটু বৃষ্টি হলেই ক্লাস বন্ধ হয়ে যায়। এ কারণে অনেকেই ক্লাসে আসে না।

অভিভাবকরা জাগো নিউজকে বলেন, পড়াশোনার জন্য যে ধরনের পরিবেশ থাকা দরকার তা এখানে নেই। প্রধান শিক্ষক টিনের ছাপড়া তুলে ৫ থেকে ৮ জন ছেলে-মেয়ে নিয়ে বসে থাকেন। এভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চলতে পারে না। এভাবে চলতে থাকলে আমাদের এলাকার ছেলে-মেয়েরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে।

স্থানীয় ইউপি সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জিন্নাহ মোল্লা জাগো নিউজকে বলেন, স্কুলটি যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর আমি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি। তারা যদি কোমলমতি শিশুদের কথা চিন্তা করে দ্রুত ব্যবস্থা নেন তাহলে আমাদের এ এলাকার ছেলে-মেয়েরা প্রাথমিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। তাছাড়া এই খোলা পরিবেশে কোনোদিনই শিক্ষা কার্যক্রম চলতে পারে না।

মেহেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, যমুনায় স্কুলটি বিলীন হওয়ার পর থেকে খোলা মাঠে টিনের ছাপড়া তুলে আমরা শিক্ষা কার্যক্রম চালু রেখেছি। তবে শিক্ষার জন্য যে পরিবেশ থাকা দরকার তা আমরা দিতে পারছি না। এজন্য অনেক শিক্ষার্থী স্কুলে আসে না।

এ প্রসঙ্গে বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, চলতি বর্ষা মৌসুমে বড়ধূল ইউনিয়নের দুটি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে চলে গেছে৷ আমরা ওই দুটি স্কুলের শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে তার জন্য অস্থায়ীভাবে টিনের ছাপড়া তুলে শিক্ষকদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে বলেছি। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি। আশা করছি অতিদ্রুত একটা বরাদ্দ পাবো। সেটি পেলে স্কুল দুটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।