সিরাজগঞ্জ

শিক্ষা ক্যাডারে বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১০ অক্টোবর ২০২৩

শিক্ষা ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০ থেকে এ কর্মবিরতি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা। এর আগে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দিয়েছিল সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। জানা গেছে, ১২ অক্টোবর পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে।

আরও পড়ুন: সারাদেশে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি শুরু

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার বলেন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীত করা, শিক্ষা ক্যাডারকে নন-ভ্যাকেশন সার্ভিস ঘোষণা করে অর্জিত ছুটি দেওয়া, ক্যাডার কম্পোজিশন সুরক্ষা নিশ্চিত করা, প্রাথমিক ও মাদরাসা শিক্ষা অধিদফতরের নিয়োগ বিধি বাতিল করা, শিক্ষা ক্যাডারের পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও শিক্ষা ক্যাডারে প্রয়োজনীয় পদ সৃষ্টির দাবিতে সারাদেশে একযোগে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি অধ্যাপক একেএম রেজাউল হক বলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে এ সর্বাত্মক কর্মবিরতি পালন করা হচ্ছে। এ কর্মবিরতির মাধ্যমে সমস্যার সমাধান না পেলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন করা হবে।

এ সময় সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম সোহেল, উপাধ্যক্ষ সুলতান মাহমুদসহ সব বিভাগীয় প্রধান, সব অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।