ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অভিযোগে গাছে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরি করায় গাছে বেঁধে পিটিয়ে মুমিন (৩৮) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার ফরদাবাদ গ্রামের একটি গাছে বাঁধা অবস্থায় মুমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মুমিন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোরে ফরদাবাদের একটি বাড়িতে গোয়ালঘরে গরু চুরি করতে ঢোকেন মুমিন। চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি গরু ডেকে ওঠে। গরুর ডাকে বাড়ির লোকজন জেগে উঠে তাকে ধরে ফেলেন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখেন। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় মুমিনকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, নিহত মুমিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাকে স্থানীয়রা ‘মুমিন চোরা’ বলে ডাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম