ধানক্ষেতের পাশে পড়ে ছিল মরা হাতি, পরিবেশবাদীদের দাবি ‘হত্যা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৫ অক্টোবর ২০২৩

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের ছোট গজনীতে ধানক্ষেতের পাশ থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে হাতিটির মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি বনবিভাগ। তবে এটিকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের।

বনবিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, গারো পাহাড়ের ছোট গজনীর কামাল গারোর ধানক্ষেতের পাশ থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। প্রাণীটি উদ্ধারের পর থেকেই ধানক্ষেতের মালিক পলাতক। মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে এটি মারা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেরাজ উদ্দিন জানান, গারো পাহাড়ে বন্যহাতির স্বাভাবিক বিচরণে কিছু মানুষ ফসল রক্ষার নামে বাধা দিয়ে আসছেন। অথচ সরকার হাতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে আসছে। এরপরও প্রায়ই গারো পাহাড়ে বিদ্যুৎ সংযুক্ত জিআই তার অথবা বিষ প্রয়োগে হাতি হত্যা করা হচ্ছে।

ইমরান হাসান রাব্বী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।