মসজিদে সেজদারত অবস্থায় মারা গেলেন শহিদুর
কুড়িগ্রামের রৌমারীতে মসজিদে সেজদারত অবস্থায় শহিদুর রহমান (৬৮) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে মাগরিফের নামাজ আদায় করার সময় সেজদারত অবস্থায় তিনি মারা যান।
শহিদুর রহমান উপজেলার সদর ইউনিয়নের কড়াইকান্দি গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।
মসজিদের ইমাম আমিরুল ইসলাম বলেন, মাগরিফের নামাজের সময় প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতে সেজদা থেকে তিনি আর ওঠেননি। সালাম ফিরিয়ে দেখি তিনি সেজদারত অবস্থায় রয়েছেন। তার শরীরে হাত দিলে লুটিয়ে পড়েন। পরে দেখা যায় তিনি মারা গেছেন।
শহিদুর রহমানের ছোট ভাই সৈয়দ জামান বলেন, মঙ্গলবার (৩ অক্টোবর) বড় ভাই রৌমারী বাজার থেকে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি গিয়ে হঠাৎ পিছলে পড়ে আহত হন। পরে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আজ কিছুটা সুস্থ হয়েছিলেন। এ অবস্থায় মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যান তিনি। মাগরিবের নামাজের এক রাকাত শেষে পরের রাকাতে সেজদারত অবস্থায় মারা যান তিনি।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে বলে শুনেছি।
ফজলুল করিম ফারাজী/এসআর/এমএস