দেশে প্রথমবারের মতো অনলাইনে চা নিলাম শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৪ অক্টোবর ২০২৩

পঞ্চগড়ে দেশের তৃতীয় ও প্রথম অনলাইন চা নিলাম কেন্দ্রের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড় চেম্বার ভবনে অনলাইন চা নিলামের আয়োজন করে। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উদ্যোগে এ নিলামের আয়োজন করা হয়।

পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড সূত্র জানায়, প্রথম দিনের নিলামে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা (বায়ার) অনলাইনে নিলামে অংশ নেন। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম ঢাকা থেকে অনলাইন নিলাম কার্যক্রম মনিটরিং করেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিলামে তিনজন ব্রোকার এবং ২৫ জন ক্রেতা অংশ নেন।

jagonews24

প্রথম দিনে ৪১৯ লটে এক লাখ ১৩ হাজার কেজি চা নিলাম করা হয়। চলতি মৌসুমে মোট ১২টি নিলামের তারিখ ঘোষণা করে চা বোর্ড। ১৮ অক্টোবর দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে।

অনলাইনে বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান বলেন, উত্তরাঞ্চলসহ দেশের চা সংশ্লিষ্টদের জন্য আজ একটি স্মরণীয় দিন। দেশে চা নিলামের ইতিহাসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ অনলাইন নিলাম চালু হলো। ফলে বিশ্বের যেকোনো প্রাপ্ত থেকেই এখন বায়ারদের নিলামে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

সফিকুল আলম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।