বরিশালে নতুন ৩৬১ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ১০৭ জন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়া যুবকের নাম মোহাম্মদ হোসেন (২৩)। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। সোমবার (২ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হযন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ২৪৭ জন। বিভাগে এখন পর্যন্ত ১০৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭৭ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন এবং ঝালকাঠি হাসপাতালে একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৬১ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১১০, পটুয়াখালীতে ৯১, পিরোজপুরে ৬১, ভোলায় ৪৩, বরগুনায় ৪৪ এবং ঝালকাঠিতে ১২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ২০৪ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

শাওন খান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।