রাশিয়া থেকে মোংলায় এলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি ইয়ামাল অরলান’।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। জাহাজটিতে দুই হাজার ১২১ মেট্রিক টন মালামাল রয়েছে।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টার পোর্ট শিপিং এজেন্সি লিমিটেডের খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা জানান, গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি ইয়ামাল অরলাম। জাহাজটিতে থাকা ৬৬৮ প্যাকেজের মালামাল খালাসের কাজ শুরু হয় বিকেল থেকেই। এসব মালামালের বেশিরভাগ সড়কপথে এবং বাকিগুলো নদীপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে।

এরআগে গত ১৬ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল ‘এমভি স্যাপোডিলা’।

আবু হোসাইন সুমন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।