ষাঁড় বলে গাভির মাংস বিক্রি, জরিমানা ২০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০২ অক্টোবর ২০২৩

যশোরের অভয়নগরে ষাঁড়ের মাংস বলে গাভির মাংস বিক্রি করার অপরাধে হোটেল ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে বিসমিল্লাহ হোটেলকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এ দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নওয়াপাড়া বাজারের বিসমিল্লাহ হোটেল কর্তৃপক্ষ ষাঁড়ের মাংসের দামে গাভির মাংস বিক্রি করছিল। এ অপরাধে হোটেলের ম্যানেজার তৈয়ব আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে খুলনা বিএসটিআইয়ের প্রতিনিধি, নওয়াপাড়া পৌরসভার সমাজউন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, অভয়নগর থানাপুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।