নৌকাবাইচ দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো দুই বন্ধু
মানিকগঞ্জের সিংগাইরে নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতরা হলেন, উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সিফাত হোসেন (১৪) এবং একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ওয়াসিম (১৫)। তারা উপজেলার সহরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) মানিকগঞ্জ ও নবাবগঞ্জের সীমান্ত এলাকা পাতিলঝাপ এলাকায় কালীগঙ্গা নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়। সিফাত ও ওয়াসিম বন্ধুদের সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে নৌকাবাইচ দেখতে যায়। বাইচ চলাকালীন সময় অপর একটি নৌকার ধাক্কায় তাদের বহনকরা ট্রলারটি ডুবে যায়। এতে সিফাত ও ওয়াসিমসহ নিখোঁজ হয়।
সোমবার সকালে ঘটনাস্থলের পাশে তাদের মরদেহ ভেসে উঠলে নবাবগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে। পরে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ সিফাত ও ওয়াসিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বি.এম খোরশেদ/এফএ/এমএস