সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০২ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে বাবুল আক্তার (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ এর বিচারক আবুল বাশার মিঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাবুল আক্তার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা পশ্চিমপাড়া গ্রামের নূরুল ফারাজীর ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেবু ন্নেছা (জেবা রহমান) জানান, ২০২২ সালের ৫ মে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায় সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। এমন সময় ডিবি পুলিশের কাছে খবর আসে সলঙ্গার ফুড ভিলেজ হোটেলের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল আক্তার পালানো চেষ্টা করে।

পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। তার শরীর তল্লাশি চালিয়ে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই ইশানুর রহমান বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত বাবুল আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান দেন।

এম এ মালেক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।