রাজবাড়ী থেকে ফের ঢাকার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:২৮ এএম, ০২ অক্টোবর ২০২৩

পূর্ব ঘোষণা ছাড়াই আবারও ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী থেকে ঢাকা রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

সোমবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান বাস বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফরিদপুর-কুষ্টিয়াসহ দেশের অন্য রুটের বাস চলাচল স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

এরে আগে গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ৩০ আগস্ট ভোর থেকে রাজবাড়ী থেকে ফরিদপুর রুটে কয়েকদিন বাস চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে ঢাকার শ্যামলী পরিবহনের বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ৪ সেপ্টেম্বর ভোর থেকে ৫ সেপ্টেম্বর রাত পর্যন্ত বন্ধ থাকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল। রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থতায় ফের বাস চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস রাজবাড়ী টু ঢাকা রুটে চলাচলের অনুমতি দেয় রাজবাড়ী বাস মালিক সমিতি ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাসের জায়গায় দৈনিক পাঁচ থেকে ছয়টি বাস চলছিল ঢাকা-রাজবাড়ী রুটে।

রাজবাড়ী বাস মালিক সমিতি থেকে গোল্ডেন লাইনের দুটি বাস রেখে বাকি বাসের যাত্রী নামিয়ে খালি বাস ফেরত পাঠায়। এর জেরে ঢাকার গাবতলীতে রোববার সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা রাজবাড়ীর সব বাসের কাউন্টার বন্ধ করে দেয়। এরপর সোমবার সকাল থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ।

আলাউদ্দিন নামে এক চাকরিজীবী বলেন, বৃহস্পতিবার পরিবার নি‌য়ে বাড়ি এসেছিলাম। আজ সকালে পরিবার নি‌য়ে কাউন্টারে এসে শুনছি বাস চলাচল বন্ধ। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে কীভাবে যাবো। লোকাল বাসে ভেঙে ভেঙে যাওয়া তো সমস্যা। এভা‌বে হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় আমার মতো অনে‌কে বিপদে পড়েছেন।

এ বিষয় রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জাগো নিউজকে বলেন, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি ট্রিপ রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের কথা থাকলেও ৪ ট্রিপ চলা‌নোর চেষ্টা করে। এ বিষ‌য়ে বাধা দিলে তারা বলেন তা‌দের বাস রাজবাড়ী‌তে আস‌বে না এবং রাজবাড়ীর বাসও যেন ঢাকা না যায়। এবং তাদের গাবতলীর কাউন্টার বন্ধ আছে। গোয়ালন্দ মোড় হ‌য়ে যেসব বাস দেশের অন্যান্য জেলায় যায়, সেগু‌লো বন্ধ রাখার জন্যও বলেছেন। অন‌্যথায় তারা বন্ধ ক‌রে দেবার চেষ্টা করবেন। ফলে ভোর থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায় নাই। ত‌বে অভ‌্যন্তরীণ রু‌টে বাস চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

রুবেলুর রহমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।