ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো এনজিও কর্মীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০২ অক্টোবর ২০২৩

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে শিমা খাতুন (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিমা খাতুন নন্দনালপুর ইউনিয়নের বজরুখ বাঁখই গ্রামের হারুন প্রামাণিকের স্ত্রী। তিনি খোকসা ব্র্যাক এনজিওর হিসাবরক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিমা খাতুন রোববার রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশের আলাউদ্দিন নগর থেকে স্কুটি চালিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। তখন পুটিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে স্কুটি থেকে সড়কে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ভালুকায় বাস ও ট্রাকচাপায় দুই যুবকের মৃত্যু

এসময় প্রত্যক্ষদর্শী জাহিদ বলেন, একটি ট্রাক পেছন থেকে স্কুটিটিকে ধাক্কা দিলে ওই নারী সড়কে ছিটকে পড়ে মারা যান।

কুমারখালী থানার এসআই মো. মারুফ বলেন, এনজিও কর্মীকে অজ্ঞাতনামা ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।

কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী মুঠোফোনে জানান, পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আল-মামুন সাগর/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।