রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়লেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি
ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে ফেনী রেলস্টেশনের কাছে বারাহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেনী রেল পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শনিবার রাত ২টার দিকে ওই ব্যক্তি রেললাইন পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফেনী রেলস্টেশন মাস্টার ও জিআরপি পুলিশ ক্যাম্পকে বিষয়টি জানায়। রেলওয়ের জিআরপি পুলিশ রাতেই ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফেনী রেলস্টেশনে নিয়ে যায়।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের
ফেনী রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ আলী চৌধুরী বলেন, শনিবার রাত প্রায় ২টার দিকে ফেনী রেলস্টেশনের কাছে বারাহিপুর এলাকায় একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান। মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
তিনি আরও বলেন, রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস