গাজীপুরে মধ্যরাতে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আমিনুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোড়বাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর ছেলে। তিনি স্থানীয় আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
আরও পড়ুন: ইঁদুরের জন্য পাতা ফাঁদেই প্রাণ গেলো কৃষকের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত সোয়া ২টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট সংলগ্ন বারেক রোড মোড়ে রাস্তার ওপর অটোরিকশাচালক আমিনুলকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, রাতেই অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সঙ্গে থাকা টাকা-পয়সা ও অটোরিকশাটি চুরি হয়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমিনুল ইসলাম/জেএস/এমএস