ইঁদুরের জন্য পাতা ফাঁদেই প্রাণ গেলো কৃষকের
ধানের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন শোকর আলী গাজী (৫৮) নামের এক কৃষক। অসাবধানতাবশত সেই বৈদ্যুতিক ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। শোকর আলী উত্তর কদমতলা গ্রামের মৃত মোবারক গাজীর ছেলে।
আরও পড়ুন: মিরসরাইয়ে চোরাই সেগুন কাঠসহ ইউপি সদস্য গ্রেফতার
তার স্বজনরা জানান, শোকর আলী বাড়ির পাশের একটি জমিতে ধান চাষ করেন। ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় সম্প্রতি বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন। শনিবার মাগরিবের নামাজের পর শোকর আলী বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।
পরে রাত সাড়ে ৯টার দিকে পরিবারের লোকজন তাকে ধানক্ষেতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহসানুর রহমান রাজীব/জেএস/এমএস