মিরসরাইয়ে চোরাই সেগুন কাঠসহ ইউপি সদস্য গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১০:২১ এএম, ০১ অক্টোবর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাই সেগুন কাঠের ট্রাকসহ আবদুল্লাহ আল মামুন নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি মিনি ট্রাকভর্তি ১৮ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ার স্টেশন এলাকা থেকে বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আবদুল্লাহ আল মামুন মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং মধ্যম তালবাড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

আরও পড়ুন: প্রতারণার কাজে ব্যবহার করতেন মাথার খুলি-হাড়, গ্রেফতার ১

মিরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ বলেন, মামুনের বিরুদ্ধে সংরক্ষিত বন থেকে গাছ কেটে পাচারের অভিযোগ ছিল। কিন্তু হাতেনাতে ধরা যাচ্ছিল না। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তালবাড়িয়ার স্টেশন এলাকায় একটি ট্রাকে চোরাই সেগুন কাঠ লোড দেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তাকে আসামি করে বন আইনের ২৬ ধারায় মিরসরাই থানায় একটি মামলা করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মিরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বাদী হয়ে আবদুল্লাহ আল মামুন নামে এক ইউপি সদস্যকে আসামি করে মামলা করেছে।

এম মাঈন উদ্দিন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।