হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০১ অক্টোবর ২০২৩

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাকে শায়েস্তানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জালাল আহমেদের বিরুদ্ধে বেশকিছু মামলা রয়েছে। এগুলো যাচাই বাছাই চলছে। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: প্রতারণার কাজে ব্যবহার করতেন মাথার খুলি-হাড়, গ্রেফতার ১

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল জানান, আমরা শুনেছি যুবদল আহ্বায়ক জালাল আহমেদকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তবে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা আমরা জানি না। আমার জানা মতে তার বিরুদ্ধে হওয়া সব মামলাতেই তিনি জামিনে রয়েছেন। আমি তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

জানা গেছে, জালাল আহমেদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ বেশকিছু মামলা রয়েছে। এরই মধ্যে তিনি তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।