হবিগঞ্জে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে জোড়া খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১২:৩৫ এএম, ০১ অক্টোবর ২০২৩

হবিগঞ্জের বাহুবলে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।

নিহতরা হলেন একই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)।

আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার এস এম মুরাদ আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুপক্ষ মুখোমুখি অবস্থানে আছে। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইউসুফ মিয়া এবং ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমাও রয়েছে উভয়পক্ষের মধ্যে। এর জের ধরে শনিবার রাতে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উস্তার মিয়া ও ইউসুফ আলী গুরুতর আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।