পিকনিকে গিয়ে নৌকার ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

নাটোরের নলডাঙ্গায় পিকনিকে গিয়ে নৌকার ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে মুন্নি খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হালতি বিলের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্নি খাতুন উপজেলার খাজুরা গ্রামের মাংস ব্যবসায়ী মতিনের মেয়ে। সে খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন: সাতক্ষীরায় পিকনিকে গিয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নৌকা নিয়ে পিকনিকে বের হন। এসময় দশম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন নৌকার ইঞ্জিনের কাছে বসেছিল। অসাধানতাবশত ওই ছাত্রীর ওড়না বাতাসে উড়ে চাকায় পেঁচিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিক্ষকরা নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা হালতি বিলে নৌকা নিয়ে পিকনিকে যায়। সেখানে মুন্নি নামের এক ছাত্রীর নৌকার ইঞ্জিনের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন। পরে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।