পর্যটন দিবস

বান্দরবানে হোটেল-মোটেলে ৩০ শতাংশ ছাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে এ দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে এ তথ্য জানানো হয়।

হোটেল আরণ্যের মালিক ও হোটেল-মোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দীন বলেন, মহামারি করোনায় ভ্রমণে নিষেধাজ্ঞা ও বন্যায় দীর্ঘদিন ধরে পর্যটক শূন্যতার পর এবার ঈদে মিলাদুন্নবী (সা.) ও সাপ্তাহিক সরকারি তিনদিনের ছুটিতে পর্যটকের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ২৮ সেপ্টেম্বরের জন্য আমার হোটেলের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং করে রেখেছেন ভ্রমণ পিপাসুরা। আমা করছি সব মিলিয়ে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবো। এছাড়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সব হোটেল-মোটেল ও রিসোর্টে ৩০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পর্যটকদের বাড়তি বিনোদন দিতে কুয়াকাটায় ৩ দিনের মেলা

বান্দরবান হোটেল-মোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ভ্রমণে নিষেধাজ্ঞা ও বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার পর্যটন ব্যবসায়ীরা। ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে এরই মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হয়েছে সব হোটেল-মোটেল ও রিসোর্টগুলো। একই সঙ্গে ২০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত রুমভাড়া ৩০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি পর্যটকেরা ভালোভাবে ভ্রমণ উপভোগ করতে পারবেন।

বান্দরবান জোন ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আশা করছি টানা তিনদিনে ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হবে বান্দরবান। পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত টহল ও সাদা পোশাকে সজাগ থাকবে।

নয়ন চক্রবর্তী/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।