চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে সবজিক্ষেত থেকে বুদলা উড়াও (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বুদলা উড়াও জয়পুরহাট পৌর শহরের চকগোপাল আধিবাসী মহল্লার অর্জন উড়াওয়ের ছেলে। পুলিশ ও স্থানীয়দের ধারণা তাকে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: বরগুনায় অনিয়মের দায়ে জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হন বুদলা উড়াও। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। বুধবার সকালে চকশ্যাম -ঘাসুড়িয়া সড়কের একটি সবজিক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। খুব দ্রুত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।