নৌকাবাইচ দেখতে কুমার নদের পাড়ে উপচেপড়া ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলায় শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদে এ নৌকাবাইচ হয়। পরে বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

নৌকাবাইচ দেখতে স্থানীয়রা ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী হাজারো মানুষ নদীর দুইপাড়ে ভিড় জমান।

নৌকাবাইচ ও মেলা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, চলতি বছর তেলজুড়িতে ১২৩তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ছোট-বড় মিলিয়ে ১০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকাবাইচ শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নৌকার মালিকদের পুরস্কার স্বরূপ নগদ অর্থ দেওয়া হয়।

এন কে বি নয়ন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।