ওজন কম দিয়ে জরিমানা গুনলেন ৩ দই ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ায় দই বিক্রির সময় ওজন কম দেওয়ার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ইফতেখারুল আলম রিজভী বলেন, মঙ্গলবার সকালে শহরের সাতমাথায় বিভিন্ন দইঘরে অভিযান চালানো হয়। এই সময় দইয়ের পাতিল ও খুঁটিতে ওজনের মোড়কে ৬৫০ গ্রামের লেভেল থাকলেও প্রকৃত ওজন পাওয়া যায় ৫৩০ গ্রাম। এমন প্রতারণা করায় চিনিপাতা দই ঘরকে সাত হাজার, আলহাজ্ব মহরম আলী দই ঘরকে ছয় হাজার এবং আদি আসল মহরম আলী দই ঘরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বেশি দামে ডেঙ্গু পরীক্ষার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

তিনি আরও বলেন, অভিযানে আইন শৃঙ্খলারক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।