চাকরির ভাইভায় গিয়ে কারাগারে তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাত পরীক্ষার্থীকে ভাইভার সময় আটক করা হয়েছে। তাদের হয়ে অন্যরা (প্রক্সি) লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে ভাইভা দিতে গিয়ে আটক হন তারা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কর্মচারী নিয়োগ বাছাই কমিটির সদস্যসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার।

তিনি জাগো নিউজকে বলেন, ওই সাতজনের বিরুদ্ধে আজ সকালে সদর থানায় মামলা করা হয়েছে। পরে দুপুরের দিকে পুলিশ তাদের আদালতে সোর্পদ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৭০ নম্বরের এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গ্রেফতাররা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে ফিরোজ উদ্দিন, তাড়াশ উপজেলার নিমগাছীর বিষমডাঙ্গা গ্রামের আবু তাহের সরকারের ছেলে লোকমান হোসেন, কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম সুজন, শাহজাদপুর উপজেলার মুরুটিয়া গ্রামের এলাহী প্রামাণিকের ছেলে আশরাফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মজিবর রহমান, কামারখন্দ উপজেলার চরদোগাছি গ্রামের আব্দুস সালামের ছেলে হাবিবুল্লাহ বেলালী ও উল্লাপাড়া উপজেলার গোয়ালজানী পূর্বপাড়া গ্রামের হেনা মণ্ডলের ছেলে এনামুল হক।

ডিসি কার্যালয় সূত্র জানায়, শুক্রবারে সিরাজগঞ্জ শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। ৩৪টি পদের বিপরীতে ওই পরীক্ষায় অফিস সহায়ক পদে ১৭৭ ও নিরাপত্তা প্রহরী পদে ১১ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণদের ২৪ সেপ্টেম্বর সকাল ১০ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কক্ষে নিয়োগ বাছাই কমিটির মাধ্যমে ভাইভা পরীক্ষা হয়। পরে আসামিদের কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তাদের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার গরমিল দেখা যায়।

পরে পরীক্ষার্থীরা স্বীকার করেন লিখিত পরীক্ষায় তারা অন্যদের মাধ্যমে উত্তরপত্র লিখিয়েছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আজ সকালে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, গ্রেফতার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।