জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জয়পুরহাট থেকে মতিউর রহমান নামে এক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দূর্গাদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মতিউর রহমান ভাদশা পন্ডিতপুর গ্রামের মঈন উদ্দিন প্রামাণিকের ছেলে।
আরও পড়ুন: ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ সেপ্টেম্বর জয়পুরহাটের দায়রা আদালতের বিচারক মাদক মামলায় মতিউরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। অন্যদিকে আসামি জামিন নেওয়ার পর থেকে পলাতক ছিলেন।
তিনি আরও বলেন, মামলার রায়ের পর র্যাবের একটি আভিযানিক দল মতিউরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দূর্গাদহ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জেএস/জেআইএম