দেশের মানুষ ভালো নেই: জি এম কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

জাতীয় পাটির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা শূন্যে নেমে আসছে। দূব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের কুশাসনের ফল।

শনিবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পাটি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, সরকারের মধ্যে জবাবদিহিতা নেই। ব্যাংকে টাকা নেই। সংকট মোকাবিলায় অতিরিক্ত টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি তৈরি হচ্ছে। দেশে ভালো আছে শুধু সরকারি দল ও তাদের নেতাকর্মীরা।

জাতীয় পাটির যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা কমিটির আহ্বায়ক সাবেক এমপি আমীর হোসেনের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবির প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।