মুন্সিগঞ্জে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

মুন্সিগঞ্জের সিরাজদীখানে একটি রিভালবারসহ দুই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিরাজদীখান উপজেলার তেলিপাড়া গ্রামের তালেবর সরকারের ছেলে মো. সুমন মিয়া (৩২) ও সিরাজদীখান উপজেলার সুখের ঠিকানা এলাকার আসাদুজ্জামানের ছেলে আয়াত মাহবুব (৩৫)।

আরও পড়ুন: ছিনতাই নিয়ে ফেসবুকে প্রতিবাদ, একদিনে ২৫ ছিনতাইকারী আটক

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মেহের আলীর মোটরসাইকেল লুট করে পালিয়ে যাচ্ছিল দুই ছিনতাইকারী। পরে তাদের একটি রিভালবারসহ তাদের আটক করে পুলিশে দেয় জনতা।

এ বিষয়ে ইউপি সদস্য মেহের আলী জানান, বিকেলে আমার মোটরসাইকেলটি নিয়ে চলে যাচ্ছিল দুই ছিনতাইকারী। টের পেয়ে তাদের ধাওয়া দেই। পরে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় জনতার সহযোগিতায় তাদের আটক করে পুলিশে দেই।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।