রামপালের কয়লা নিয়ে মোংলায় এমভি বসুন্ধরা ইমপ্রেস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ইমপ্রেস। ইন্দোনেশিয়া থেকে ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়ীয়ার-১২ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে জাহাজটি।

jagonews24

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়ার ‘মোয়ারা পান্তাই’ বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে এমভি বসুন্ধরা ইমপ্রেস। এরপর জাহাজটি ১৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ভিড়ে সেখানে ১৮ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা খালাস করে। সেখানে খালাসকৃত কয়লা লাইটারেজ করে আনা হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।

তিনি আরও বলেন, জাহাজটি বাকি কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে মোংলা বন্দরে আসে ২৩ সেপ্টেম্বর। বিকেল থেকেই জাহাজটি থেকে কয়লা খালাস করে লাইটারেজ করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া শুরু হয়েছে।

আবু হোসাইন সুমন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।