আলুর হিমাগার-আড়তে অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

মানিকগঞ্জে হিমাগার ও আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পাশাপাশি পাইকারি সরকার নির্ধারিত ২৭ টাকা কেজিতে আলু বিক্রির নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার জাগীর ও ভাটবাউর হিমাগার এবং আড়তে এ অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ সময় ক্রয়-বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করে অধিক মূল্যে আলু, পেঁয়াজ বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আম্বালা হিমাগার থেকে বের করা ২১৮৪০ কেজি আলু সরকার নির্ধারিত মূল্যে (২৭ টাকা) মানিকগঞ্জের পাইকারি আড়তে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


বি.এম খোরশেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।