কুমিল্লায় ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা সাড়ে ৪ লাখ
প্রতারণা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লা নগরীর বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার এবং কিউর ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। এ সময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল কাইয়ুম এবং ডা. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
মেডিকেল কর্মকর্তা ডা. মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, দুপুরে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় রেসকোর্স এলাকার কিউর ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া পুলিশ লাইন্স এলাকার বসুন্ধরা ডায়াগনস্টিক অ্যান্ড কলসালটেশন সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস