প্রধান শিক্ষকের চোখে ঘুসি

বিদ্যালয় পরিচালনা কমিটির দুই সদস্যের শাস্তি দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

পাবনার সাঁথিয়ায় কাশীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। তারা বলে, যে কমিটির লোকজন আমাদের শিক্ষকদের মারধর করেন, সে কমিটি আামদের দরকার নেই। আমরা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শিবলি সাদেক রাশেদের পদত্যাগ ও শাস্তি চাই।

মানববন্ধনে উপস্থিত কয়েকজন সহকারী শিক্ষক বলেন, ম্যানেজিং কমিটির সদস্যরা প্রতিষ্ঠানের অভিভাবক। তাদের দ্বারা শিক্ষকরা অপদস্থ হওয়া লজ্জাকর ও দুঃখজনক। এতে আমরা ক্ষুদ্ধ।

আরও পড়ুন: অযোগ্যকে চাকরি দিতে রাজি না হওয়ায় প্রধান শিক্ষকের চোখে ঘুসি

বিদ্যালয় পরিচালনা কমিটির দুই সদস্যের শাস্তি দাবি

লাঞ্ছনার শিকার প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন বলেন, আমার ওপর অন্যায় করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই।

বিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধান শিক্ষকের অফিস কক্ষে আলোচনায় বসেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাতেন মিয়াসহ অন্যান্য সদস্যরা। এসময় সদস্য শিবলি সাদেক রাশেদ তার নিজের লোককে অর্থের বিনিময়ে নিয়োগের জন্য ডিজির (মাউশির মহাপরিচালক) প্রতিনিধির কাছে তদবিরের জন্য প্রধান শিক্ষককে যেতে বলেন। তবে প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন রাজি হননি। এতে সদস্য শিবলি সাদেক ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের চোখে ঘুসি মারেন। সদস্য আরিফুল ইসলামও তাকে মারধর করেন। এতে প্রধান শিক্ষক জ্ঞান হারান। পরে সহকারী শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন সাঁথিয়া থানায় মামলা করেছেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমিন ইসলাম জুয়েল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।