রাতে হাসপাতালে ভর্তি, সকালে মারা গেলেন ডেঙ্গু আক্রান্ত দুই নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুই গৃহবধূ হলেন উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মজিবর মোল্যার স্ত্রী সালেহা বেগম (৬৪) ও একই উপজেলার গট্টি গ্রামের মো. হাফিজুলের স্ত্রী তাসলিমা বেগম (১৮)।

সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সালেহা বেগম ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া তাসলিমা বেগম বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে একই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে ২৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ৭৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩২৩ জন চিকিৎসাধীন।

এন কে বি নয়ন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।