নৌকার মনোনয়ন পেলে সাংবাদিকদের ফ্ল্যাট দেবেন জালাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নৌকার মনোনয়ন পেলে সাংবাদিকদের একটি করে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দিয়েছেন জালাল উদ্দিন মাস্টার নামে সাবেক এক আওয়ামী লীগ নেতা। তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর চলছে নানা আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল প্রেস ক্লাব চত্বরে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার ও প্রচারণা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। জালাল উদ্দিন মাস্টার গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

ওই ভিডিওতে জালাল উদ্দিন মাস্টার বলেন, আমি ৩০ বছর যাবত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে সাংবাদিকদের একটি করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। যাতে করে নান্দাইলের সব সাংবাদিক একই কলোনিতে বসবাস করতে পারে।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজ অর্থায়নে রাস্তা-ঘর নির্মাণ, গরিবদের মাঝে অর্থ বিতরণ করে আসছি। এমপি হই আর না হই নান্দাইলের জনগণের মাঝে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাবো।

মতবিনিময় সভায় আরও ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, মাওলানা আবু রায়হান আবদী, নান্দাইল বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক রাজ কাঞ্চন রেজা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বিএসসি আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা এমজে সাদেক।

এ বিষয়ে জালাল উদ্দিন মাস্টার জাগো নিউজকে বলেন, উপজেলায় যারা প্রকৃত সাংবাদিক আছে। তাদের ফ্ল্যাট করে দেওয়ার ঘোষণা দিয়েছি। জালাল উদ্দিন ট্রাস্টের অর্থায়নে এ ফ্ল্যাট করে দেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।