৩ কোটি টাকা আত্মসাৎ

কারাগারে আজিজ কো-অপারেটিভের চেয়ারম্যান তাজুল ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

গ্রাহকের প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট অর্গাম কার্জি এ রায় দেন।

এরআগে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি কারাগার থেকে সকালে পঞ্চগড়ে আনা হয় তাজুল ইসলামকে।

জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) আমিনুর ইসলাম জাগো বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালে ব্যাংকটির ব্যবস্থাপক বিধান কুমার ভৌমিক মামলাটি করেছিলেন।

মামলা সূত্রে জানা যায়, আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডে প্রায় তিন কোটি টাকা জমা রাখেন গ্রাহকরা। এ টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালে পঞ্চগড়ের বোদা আমলি আদালত-৩ এ মামলা করেন ব্যাংকটির ব্যবস্থাপক বিধান কুমার ভোমিক। মামলায় আসামি করা হয় তাজুল ইসলামকে।

পুলিশ জানায়, গতবছরের ২০ সেপ্টেম্বর তাজুল ইসলামের নামে ঢাকার রমনা থানায় গ্রাহকের টাকা আত্মসাতসহ প্রতারণার আরেকটি মামলা করা হয়। পরে চলতি বছরের ২৬ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

সফিকুল আলম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।