সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
আরও পড়ুন: মিরসরাইয়ে ৩ ছাত্রলীগ নেতাকে পদ থেকে অব্যাহতি
গ্রেফতাররা হলেন- নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আরশাদ গাজী এবং ৫নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শাহজাহান।
ওসি জানান, গ্রেফতাররা পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি তারা। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
রাশেদুল ইসলাম রাজু/জেএস/জিকেএস